যশোর আজ বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বর্ণিল সাজ সেজেছে কেশবপুরের দূর্গাপূজার মন্ডপ

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১০, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
বর্ণিল সাজ সেজেছে কেশবপুরের দূর্গাপূজার মন্ডপ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর দূর্গাপূজার মন্ডপ গুলো বর্ণিল সাজে সেজেছে।এ উপজেলায় ৯২ টি দুর্গাপূজার মন্ডপ রয়েছে,প্রতিটি মন্ডপে চলছে মহাউৎসব।প্রতিটি মন্ডপও সিসি ক্যামেরার আওতায় রয়েছে।বুধবার মহাষষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপি শারদীয় দুর্গাপূজা।

রোববার ( ১৩ অক্টোবর ) বিজয়ী দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।এবার এ উপজেলায় ৯২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।কেশবপুর পৌরসভায় ৭টি পূজা মন্ডপ,সাগরদাঁড়ি ইউনিয়নে ১২টি, মজিদপুর ইউনিয়নে ৬টি, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৪টি, মঙ্গলকোট ইউনিয়নে ৫টি, সদর ইউনিয়নে ৭টি,পাঁজিয়া ইউনিয়নে ৯টি, সুফলাকাটি ইউনিয়নে ১১টি, গৌরিঘোনা ইউনিয়নে ১১টি, সাতবাড়িয়া ইউনিয়নে ১২টি, হাসানপুর ইউনিয়নে ৮টি পূজা মন্ডপে চলছে দুর্গাপূজা।

কেশবপুর উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা জানান,এই উপজেলায় এবার ৯২ টি পূজা মন্ডপে পূজা হবে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল বলেন, দুর্গাপূজা উদযাপনে বিভিন্ন স্তরের সার্বিক নিরাপত্তা বলয় রয়েছে। পুলিশ,আনসার-ভিডিপি ও স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি অধিক নিরাপত্তার জন্য মন্ডপের আশপাশে সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়ন থাকবে। এ ছাড়া উপজেলা ব্যাপী পুলিশের ভ্রাম্যমান টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, দুর্গোৎসব পালনের বিশেষ নির্দেশনা রয়েছে। পূজা চলাকালীন সময়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এছাড়াও ৯২ টি পূজা মন্ডপ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ