যশোর আজ মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাকে সেজেছে দেবী দুর্গা

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৮, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
খাগড়াছড়িতে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাকে সেজেছে দেবী দুর্গা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও এবার ভিন্ন সাজে দেবী দুর্গাকে তাদের নিজস্ব পোশাকে সাজিয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন দেবী দুর্গাকে শাড়ি না পরিয়ে তারা পরিয়েছে তাদের ঐতিহ্যবাহী রিনাই রিসা ও গহনা। জেলায় শারদীয় দুর্গাপূজার সর্বাত্মক প্রস্তুতি প্রায় শেষ। এবার জেলা শহরসহ ৯ উপজেলার ৬১টি মণ্ডপে চলবে দেবী দুর্গা’র পূজার্চনা ও আরাধনা।

হিন্দু ধর্মাবলম্বীদের পাশপাশি ত্রিপুরা সম্প্রদায়ের ধর্ম একই এবং অভিন্ন বিশ্বাসী হওয়ায় উৎসবে রয়েছে বাড়তি বৈচিত্রের ভরপুর যোগ হয়েছে ঐতিহ্য ও সংস্কৃতির আদলের কারণে। একেবারেই শেষ মুহূর্তে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি আর রং করার কাজ। মৃৎশিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় দেবী দুর্গার বিমূর্ত অবয়ব ফুটে উঠেছে দেবী দূর্গার প্রতিমা ও পূজা মঞ্চ।

দেবী দুর্গার আরেক নাম ‘পার্বতী’। তাই নামের সঙ্গে মিল রেখেই প্রতিমা ও মণ্ডপ সাজানো হয়েছে। দেবীর ডান পাশে লক্ষ্মী ও কার্তিক, বাম পাশে সরস্বতী ও গণেশ। তাদের পরনে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার। দূর থেকে দেখেই মনে হয় দেবী স্বয়ং এসে উপস্থিত হয়েছেন পাহাড়ের পাদদেশে পুরো পরিবারকে নিয়ে।প্রবেশ থেকে মণ্ডপ পর্যন্ত সবকিছুই ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতির আদলে এঁকেছেন প্রতিমা শিল্পীরা। শুধু প্রতিমা নয়, প্রতিমার সঙ্গে মিলিয়ে মঞ্চ সজ্জা করা হয়েছে পাহাড়ের আদলে। রয়েছে পাহাড়, ঝরনা, কাঁশবন, মারাই, চাথোয়া, গাছ ও লতাপাতা।

খাগড়াপুর এলাকায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পূজামণ্ডপটিতে আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ত্রিপুরা সম্প্রদায়ের মৃৎশিল্পীরা প্রতিমায় রং করছে। রং করা প্ৰায় শেষ। মাঝরাত থেকে আরাধনা, ঢোল বাজবে। সবার মনে যেন উৎসব ও আনন্দের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। খাগড়াপুর এলাকায় সার্বজননীন দুর্গা পূজা মন্ডপে এই চিত্র ফুটিয়ে তুলেছেন নিজস্ব সম্প্রদায়ের মানুষের মাঝে। দুর্গোৎসবকে সামনে রেখে শিশু-কিশোর, কিশোরীরাও উল্লাসিত। উৎসবের আমেজ ছোট-বড় সবার মধ্যে দেখা যায়।

পূজার সময় প্রায় দুয়ারে চলে আসছে ততোই ব্যস্ততা বেড়েছে হিন্দু ধর্মাবলম্বী ও পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে। খাগড়াছড়ির পূজা মণ্ডপগুলোতে দেবী দূর্গাসহ প্রতিমা তৈরির কাজ ও রং করাও শেষ। মৃৎ শিল্পীরা মাটিতে দুর্গা দেবীর সৌন্দর্যময় অবয়ব ফুটিয়ে তুলতে রংয়ের আচড় দেয়া শেষ। ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক রিনাই রিসাইতে ভিন্ন রুপে দেবী দুর্গাকে সাজিয়ে তোলেছে তারা। তাতে রং তুলির ছোঁয়াও লেগেছে।

এতে খুশি আয়োজকরা ও স্থানীয়রাও। প্রতিমার সঙ্গে মিলিয়ে পাহাড়, ঝরনা, কাশবনের বাগান তৈরি করে দেয়া হয়েছে। এছাড়াও ত্রিপুরাদের ঐতিহ্যবাহী চাথোয়া,মারাই দিয়ে সাজানো হয়েছে পুরো দুর্গা পূজার মঞ্চ সব মিলিয়ে প্রকৃতির অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

খাগড়াপুর পূজা উদযাপন কমিটি’র সদস্য বলেন, ত্রিপুরা নারীদের ঐতিহ্য।বাহী নিজেদের সাজে এইবার দুর্গা মাকে সাজিয়েছে। দুর্গা মা যেহেতু নারী তাই এমন চিন্তা থেকেই রিনাই-রিসা-রাংবাতাং দিয়ে সাজানো হয়েছে।

প্রতিমা তৈরির ডিজাইনার ও খাগড়াপুর অখন্ডমন্ডলীর পূজা উযাপন কমিটি’র সাধারণ সম্পাদিকা চামেলী ত্রিপুরা করেন সাজসজ্জার কাজ,তাঁর সাথে কথা বলার ফাঁকে তিনি জানান, ‘নিজের এলাকার দুর্গাপূজা, তাই চেয়েছি ভিন্ন কিছু করতে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিসহ সবটুকু দিয়ে। ত্রিপুরাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির মূলধারা বজায় রেখে মায়ের রূপ দিতে চেষ্টা করেছি। প্রতিমার সাথে মিলিয়ে পাহাড়, ঝরনা,কাঁশবনের বাগান তৈরি করেছি। সব মিলিয়ে প্রকৃতির অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস, দেবী দুর্গা ত্রিপুরাদের সাজে আমাদের কাছে আসেন। ত্রিপুরাদের ঐতিহ্যবাহী সাজের পূজা আমরা প্রায় ৭-৮বছর ধরে উদযাপন করে আসছি।

দুর্গা মন্ডপ সাজানো হয়েছে ত্রিপুরাদের ঐতিহ্য বাহী হাতের চুড়ি বাংগিরি দিয়ে। পুরো পূজা গিরে আমাদের মণ্ডপে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে। তিনি আশা করি এই পূজায় ত্রিপুরা সম্প্রদায়ের লোক তাদের ঐতিহ্য ফিরে পাবে এবং চর্চিত হবে। খাগড়াপুরে এই ঐতিহ্যবাহী ভিন্নধর্মী দুর্গা উৎসব প্রায় ৮বছর ধরে চলছে নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে।

খাগড়াছড়ি অখণ্ড মণ্ডলি দুর্গাপূজা কমিটির সভাপতি বলিন্দ্র ত্রিপুরা বলেন, আমরা প্রতিবছরই পূজা পালন করে থাকি। বিগত বছরের ন্যায় এইবারও ত্রিপুরা নারীদের পোশাক রিনাই-রিসা-রাংবাতাং-বাংগিরি দিয়ে দুর্গা মা-কে সাজিয়েছি।

খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার মজুমদার বলেন, এ বছর খাগড়াছড়িতে ৬১টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পূজা উযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের পূজা কমিটির পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে। আশা করি এইবার পূজা সুন্দরভাবে পালন করতে পারবো।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, খাগড়াছড়িতে এবছর ৬১টি পূজামন্ডপ আছে। এসব পূজামন্ডপগুলোতে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি। এর আগে আমরা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সাথে নিরাপত্তার মতিবিনিময় করেছি।

আজকে আমরা মোবাইল ডিউটি চালু করেছি প্রতিটি মন্ডপে। পুজা মন্ডপে আনসার ও স্বেচ্ছাসেবকেরাও নিরাপত্তার দায়িত্বে আছে। আমাদের পুলিশ সদস্যরা পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না ৷

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত