টিটু মিলন :: যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ২ কেজি৩৫০ গ্রাম ওজনের ০৫ টি স্বর্ণের বারসহ মোঃ কদম আলী ( ৩৫) নামের এক স্বর্ণ পাচারকারী আটক হয়েছে।
বুধবার ( ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণবারসহ ঐ পাচারকারীকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, যশোর-বেনাপোল প্রধান সড়কে বেনাপোল কাঁচাবাজার এলাকায় মোটর সাইকেলযোগে সীমান্ত এলাকায় গমনকালীন এক ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্য কর্তৃক তাকে আটক পূর্বক তল্লাশী করা হয়। এ সময় তার কাছ হতে ২.৩৫০ কেজি ওজনের ০৫ টি স্বর্ণেরবার উদ্ধার হয়।
যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি ) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে একজন ব্যক্তিকে আটক করলে তার প্যান্টের পকেটে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার সিজার মূল্য ২,৩৮,০৫,৫০০/-( দুই কোটি আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত ) টাকা।
আসামীসহ আটককৃত স্বর্ণ মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।