যশোর আজ মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কেশবপুরে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস ভাংচুর

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
কেশবপুরে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস ভাংচুর
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলুর ব্যবসা প্রতিষ্ঠান,মিলঘর ও ব্যাক্তিগত অফিস রোববার রাতের আঁধারে ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে।  

সোমবার সকালে সরেজমিন পাঁজিয়া বাজারে পরিদর্শন কালে জানাগেছে, গত রোববার গভীর রাতে একদল দূর্বৃত্ব কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাঁজিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হদ-মাগুরখালি গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আবু সাইদ লাভলুর মাছের ঘের ভেড়ির ব্যবসাসহ পাঁজিয়া বাজারে একটি ধান গম, হলুদ, মরিচ মাড়াইয়ের মিল রয়েছে। সেই সাথে তাঁর একটি অফিস ঘর রয়েছে। এলাকা বাসী জানান গত রোববার গভীর রাতে একদল দূর্বৃত্ব তাঁর ব্যবসা প্রতিষ্ঠান, মিলঘর ও ব্যাক্তিগত অফিসঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। 

 আবু সাইদ লাভলুর মিল ঘরের এক কর্মচারী বলেন, শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর হতে লাভলু ভাই এলাকা ছেড়ে আত্নগোপনে আছেন। রোববার রাত ২.৩০ ঘটিকায় একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে মিল ও অফিস ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। 

 এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন থানা পুলিশের সহযোগিতা মাছের ঘেরে চাঁদাবাজি সহ ব্যাপক গ্রেফতার বানিজ্য করে এলাকা বাসীকে হয়রানি করছে। যার কারণে তাদের উপরে এলাকা বাসীর ক্ষোভ রয়েছে অনেক। 

এ বিষয়ে কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলুর মুঠোফোনে আলাপ কালে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক কারণে বর্তমানে আমি আত্নগোপনে রয়েছি। এই সুযোগে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সদস্য জুয়েল রানা, মীর কাশেম ও ওজিয়ার রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান, মিলঘর ও ব্যাক্তিগত অফিস ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও লুটপাট করেছে।

তবে কি কি মালামাল লুটপাট করেছে তা তিনি বলতে পারেনা। ভাংচুর কারীদের হুমকিতে তিনি এলাকায় এসে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে জানান।

সর্বশেষ - সারাদেশ