চন্দন মিত্র :: শনিবার ( ৭সেপ্টেম্বর )সকাল ১১টায় দিনাজপুর শহরের বাহাদুরবাজারস্থ মাসুম হোটেলে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি নং২৯৩৬)এর বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় এর প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরুর সভাপতিত্বে এবং সাবেক সাধারন সম্পাদক মোঃ আতিউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন
সাংবাদিকদের সার্বিক দিক নির্দেশনা দিয়ে পর্যালোচনায় বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক সাদাকাত আলী, সাংবাদিকদের ভবিষ্যত কর্ম পরিকল্পনা ও বিগত দিনের ভুলভ্রান্তি উল্লেখ করে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য বেলাল হোসেন জয়, মোঃ সালাম। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আবেদ আলী, মোরশেদ মানিক,চন্দন রায়, দয়ারাম রায়,মোকারম হোসেন মোশারফ হোসেন,চঞ্চল, মাসুদ জাহাঙ্গির, মতিয়ার রহমান এএফ এম মোরশেদ, জাহিদ হোসেন, মোকলেচুর রহমার সওদাগর ও মজিদ খান প্রমুখ।
এসময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর( ২৯৩৬)এর প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরু বলেন বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করে অনেক চড়াই উতরাই পার করে এই ইউনিয়নের হাল ধরে রেখেছি। সামনে আমাদের সুদিন আসছে। আমাদের আর কারো গলগ্রহ হয়ে থাকতে হবে না। এই ইউনিয়ন আমার রক্তের সাথে মিশে আছে। আমি এটাকে আমার পরিবার মনে করি। তাই বিগত দিনে অনেক বিপদের সম্মুখীন হয়েও এর হাল ছাড়িনি। তাই আমি চাই আগামীদিনে এই প্লাটফর্মে থেকে সকল অবহেলিত সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে শুধু আপনাদের দোয়া ও সহোযোগিতা আমার কামনা করি।
এই সময় বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা বিগতদিনে তাদের পাওনা না পাওয়ার বিষয়তুলে ধরে গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে বিশেষ সাধারন সভার পরিসমাপ্তি হয় ।