বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিনের চাচা মফিজুর রহমানের ( ৬৫ ) উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভূক্তভোগী মফিজুর রহমান বেনাপোল পৌরসভাধীন বড় আঁচড়া গ্রামের মৃত মোক্তার মৌলভির সেজে পুত্র ও সাবেক শিক্ষক।
শনিবার ( ৩১আগস্ট ) দুপুরে যশোর-কোলকাতা সড়কের পাশে অবস্থিত বাগে জান্নাত মসজিদের সন্মুখে এই হামলা সংঘটিত হয় বলে জানা গেছে। বর্তমানে তিনি যশোর ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান,গতকাল দুপুরে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। পতিমধ্যে অজ্ঞাতনামা ২/৩জন যুবক তার পথ আটকিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে পালিয়ে যাই। দুর্বৃত্ত হমালায় ভূক্তভোগীর মাথা ফেটে ও হাত ভেঙ্গে গেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক সাইদুর রহমান কটার কাছে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেন।
সংবাদ লেখাকালীন সময়ে পরিবারের পক্ষ হতে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে বেনাপোল পোর্টথানা সূত্র নিশ্চিত করেন। রাজনৈতিক কারনে ভূক্তভোগীর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে এলাকাবাসীর অভিমত।
উল্লেখ্য,গত ৫ আগস্ট সরকার পতনের পর হতেই বেনাপোল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এলাকার সূধী মহলের দাবী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা জোরদারের মাধ্যমে সহিংস অপরাধ নিয়ন্ত্রণসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।