চন্দন মিত্র :: দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা হাসনাতের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ এনে পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
সোমবার( ১৯আগস্ট )সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর ২টা পর্যন্ত স্কুলের প্রধান ফটকের বাইরে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান করে এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকে।বিকেল তিনটায় শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং প্রধান শিক্ষিকা লায়লা হাসনাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
বহিরাগত ছেলেদের স্কুলে প্রবেশ এবং নিরাপত্তা হীনতায় শিক্ষার্থীরা,যথাসময়ে স্কুলে না আসা, স্কুলের উন্নয়নের বাজেট আত্মসাত,বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী থেকে শুরু করে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে অশোভন আচরণ,বিদ্যালয়ে কোন খেলাধুলা ও মেলা অনুষ্ঠিত না হওয়া,কম্পিউটার এবং লাইব্রেরি বিজ্ঞান রুম থাকার পরেও সেগুতোলে ক্লাস ও ব্যবহার না হওয়া,স্কাউট ,বিএনসিসির কোন কক্ষ না দেওয়া,স্কাউটদের জন্য ৮০হাজার টাকা বরাদ্দ হলেও ক্যাম্প যাওয়ার সময় কোন কোনরুপ বাজেট বিদ্যালয় থেক না দেওয়া,বিদ্যালয় ফান্ডের টাকা আত্মসাত এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় তার ও তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে এই অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীরা।