যশোর আজ রবিবার , ১৮ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে পাহাড় ধসে ৪ ঘন্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১৮, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
খাগড়াছড়িতে পাহাড় ধসে ৪ ঘন্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ভারী বর্ষণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সাথে প্রায় ৪ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। এ সময় আটকে পরে বহু যানবাহন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার সকালের দিকে খাগড়াছড়ি -আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মাটিরাঙ্গা বিদ্যুৎ বিভাগের আবাসিক কর্মকর্তা যত্নমানিক চাকমা বলেন,পাহাড় ধসের ফলে বিদ্যুতের খুঁটির উপর গাছ হেলে পড়ার কারণে আমরা সংযোগ লাইন বন্ধ করে দিয়েছি। পরে আমাদের একটা টিম সেখানে গিয়ে সংস্কার করার পর বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবক কান্তি বড়ুয়া জানান,”পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রামে সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে আমাদের মাটিরাঙা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যদের নিয়ে মাটি সরানোর কাজ শুরু করি। প্রায় ৪ঘন্টা চেষ্টার পর সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল সচল হয়েছে। পরে আমাদের সাথে সড়ক ও জনপদ বিভাগ কাজে যোগ দেয় বলে জানান তিনি।

খাগড়াছড়ির আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান বলেন,চলমান ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলার আলুটিলা হিল আনসার ও হিল ভিডিপি এবং ভাতাভোগী সদস্যগণ রাস্তায় যান চলাচলস্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

সকালে খবর পাহাড় ধসের খবর পেয়ে আমাদের একটা টিম ফায়ার সার্ভিস,সড়ক বিভাগের সাথে সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজে সহযোগিতা করি। কয়েক ঘন্টা সম্মিলিত চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন,”ভোরে আলুটিলা সড়কে উপর মাটি ধসে পড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত