যশোর আজ মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরের পাঁচ তারকা হোটেল “দি জাবিরে” অগ্নিদগ্ধ হয়ে নিহত-২৪

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৬, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ
যশোরের পাঁচ তারকা হোটেল “দি জাবিরে” অগ্নিদগ্ধ হয়ে নিহত-২৪
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই যশোরের রাজপথে নেমে আসে হাজার হাজার ছাত্র-জনতা। বিজয় উল্লাসে মেতে ওঠেন ।একপর্যায়ে আওয়ামীলীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

যশোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল আগুনে ভস্মীভূত হয়েছে। সোমবার (৫ আগস্ট) রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে এক ইন্দোনেশিয়ান নাগরিকসহ ১৮ জন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ এম মামুন।

সোমবার বিকেলে শহরের চিত্রামোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের ফাইভ স্টার হোটেল দি জাবির ভাংচুর করে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। আগুনে ওই হোটেলে আটকা পড়ে অনেকেই ।পরবর্তিতে ছাত্রজনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১২ টা পর্যন্ত চলে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। এসময় পর্যন্ত মৃতের সংখ্যা পাওয়া যায় ২৪ জন। ১২ টার পর আরও কয়েকজনের লাশ মর্গে রয়েছে বলে জানা গেছে।

এদিকে, আগুন লাগার পর হোটেল জাবিরের ছাদ থেকে একব্যক্তিকে হেলিকপ্টারে উদ্ধার করতে দেখা গেছে। তবে, ওইব্যক্তির বিস্তারিত জানা যায়নি।

এছাড়া বিক্ষুব্ধ লোকজন জেলা আওয়ামী লীগের অফিস, জেলা আওয়ামী লীগ সেক্রেটারির বাড়ি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ অন্যান্য নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান সংবাদ সম্মেলনে জাবের হোটেলে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ছাত্রদের মিছিল হোটেল জাবেরের কাছে যাওয়ার আগেই দুর্বৃত্তরা হোটেলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

হামলা অগ্নিসংযোগে যারা জড়িত তদন্তসাপেক্ষে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

সর্বশেষ - সারাদেশ