যশোর আজ সোমবার , ৫ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকার গঠনের দাবিতে খাগড়াছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৫, ২০২৪ ৮:৪২ পূর্বাহ্ণ
সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকার গঠনের দাবিতে খাগড়াছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::  অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকার গঠনের দাবিতে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচির সমর্থন জানিয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো।

রবিবার( ০৪আগস্ট ) খাগড়াছড়ি জেলায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে বিক্ষোভের আয়োজন করা হয়। এসময় বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকার গঠনের দাবি জানানো হয়েছে।

সকাল পৌনে ১১ টায় পাহাড়ি ছাত্র পরিষদ ( পিসিপি ), গণতান্ত্রিক যুব ফোরাম ( ডিওয়াই এফ ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডবিউএফ ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের যৌথ উদ্যোগে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে। নেতাকর্মীরা যোগ দেয় ।

সমাবেশে বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কনিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি ক্যামরণ দেওয়ান, হিল উইমেন্স ফেডারশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমা।

সর্বশেষ - সারাদেশ