যশোর আজ মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেইঃশিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Jashore Post
জুলাই ৩০, ২০২৪ ৯:২৩ পূর্বাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেইঃশিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।‘প্রত্যয় পেনশন স্কিম’ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক শুরুর আগে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই।’

সোমবার ( ২৯ জুলাই ) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।তবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে,সে বিষয়ে মন্ত্রী কোনও সুনির্দিষ্ট কিছু বলেননি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই ‍মুহূর্তে সেই পরিস্থিতি ( শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ) তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে বা কী হয়েছে,সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব।

সোমবার মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনও আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন,এটা নিয়ে আমি এখন কোনও মন্তব্য করব না। সেখানে কী আলোচনা হয়েছে, সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডঃ কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ