আঃখালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭জন।
১১ জুলাই সকাল অনুমান ১০ ঘটিকায় উপজেলার রাজাহার ইউনিয়নের দেউলাবাড়ী,বানেশ্বর,নিচকিনচাপড় ও কুকরাইল গ্রামের ৮ জন গরু ক্রেতা বিক্রেতা নিজ এলাকা থেকে দিনাজপুরের রানীগঞ্জ হাটে ভটভটি যোগে যাবার সময় রানীগঞ্জ বাসস্ট্যন্ড এলাকায় উল্টো দিক থেকে আসা মিনি ট্রাক ভটভটি টিকে সজোরে ধাক্কা দিলে ভটভটিতে থাকা লোকজন ও গরু ছিটকে পরে ৮ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের ওছমানপুর হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে গুরুতর আহত দেউলাবাড়ীর আব্দুল সোনারের পুত্র আঃ রশিদ মৃত্যুবরন করেন।
গুরুতর আহত বানেশ্বরের নুরুজ্জামানের পুত্র আবেদ হোসেন ও তছির উদ্দিনের ছেলে তারিক ও আবেদের পুত্র ভটভটি চালক সোহাগকে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার্ড করা হয়েছে।
অন্যান্য আহতদের মধ্যে দেউলাবাড়ির তছির উদ্দিনের ছেলে আব্দুল ওহাব,বানেশ্বরের আব্দুলের পুত্র মাজেদ, নিচকিনচাপরের আজিজুল,কুকরাইলের তছকিন উদ্দিন চিকিৎসাধীন আছেন।