যশোর আজ সোমবার , ২০ মে ২০২৪ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে দালাল চক্রের ২১সদস্য আটক

প্রতিবেদক
Jashore Post
মে ২০, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ণ
দিনাজপুরে দালাল চক্রের ২১সদস্য আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ( এমএআরএমসিএইচ ) চিকিৎসা সেবা নিতে আসা রুগিসহ সেবা গ্রহীতাদের ভোগান্তি দুর করতে মেডিক্যাল প্রমোশন অফিসার (এমপিও) ও নারীসহ দালাল চক্রের ২১সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল থেকে ৩ ঘন্টাব্যাপি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলো গাইবান্ধা,ফুলছড়ি সন্নাসীচর এলাকার সাইফুর রহমানের ছেলে আশরাফুল আলম ওরফে চান মিয়া (৩২), রংপুর তারাগঞ্জ হারিয়ারকুঠি ,মন্ডলপাড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে শরিফুল ইসলাম ( ৩৩),ঝিনাইদহ, কোটচাদপুর ,ফাজিলপুর এলাকার সাবদার আলীর ছেলে হাবিবুর রহমান( ৩৬),ঠাকুরগাঁও রানীশংকৌল বড়নুনতর এলাকার নুরুল ইসলামের ছেলে শাহিন জামান( ৩৫),জয়পুরহাট,আক্কেলপুর বড়ইল হাট এলাকার সামসুদ্দিন আহমেদের ছেলে শাওন মন্ডল( ৩০)

পঞ্চগড় কারখানা এলাকার শফিউল আলমের ছেলে জুলকার নয়ন ( ২৭ ),টাঙ্গাইল গোপালপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আয়নাল হোসাইন ( ৩৪),রংপুর বদরগঞ্জ রাজারামপুর ধনতলা এলাকার মোঃ তৈয়ব আলীর ছেলে মোস্তাক আহমেদ ( ৩০),গাজীপুর কাপাসিয়া গাবুর এলাকার আব্দুল আলিমের ছেলে হাবিবুল আরেফিন সোহাগ( ২৯)

দালাল চক্রের সদস্যদের মধ্যে ঠাকুরগাঁও হরিপুর নামাইল এলাকার সমসের আলীর ছেলে ইদুল রহমান(২৯),দিনাজপুর সদরের ৭নং উপশহর এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম রাশেদ,দিনাজপুর সদরের মহতুল্লাপুর গণ্ডারমারী এলাকার শরিফুল ইসলামের ছেলে হাসিবুল আল আসাদ ( ৩০),দিনাজপুর বিরল উপজেলার মোঃ হোসেন আলীর ছেলে রাশেদ আলী (৪০),চিরিরবন্দর রাজপুর উওর পাড়া এলাকার গোলাম মোস্তাফার ছেলে নাহিদ হাসান (২৪)

দিনাজপুর সদর উপজেলার ৮নং উপশহর এলাকার মোঃ সাবেদ আলীর ছেলে মাসুম বিল্লাহ ( ৩২),পার্বতীপুর মোস্তাফাপুর ডাঙ্গা পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মোরসালিন ইসলাম ( ২৫),দিনাজপুর সদরের খোদমাধবপুর এলাকার মৃত ইউনুস আলীর ছেলে আনিসুর রহমান( ৪০),দিনাজপুর সদরের ভবাইনগর সোনার পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আরেফিন আলী (৪০), দিনাজপুর সদর ভাড়াডাঙ্গি এলাকার পীযুষ চন্দ্র রায়ের ছেলে তমাল রায় (২৬) ,দিনাজপুর সদর করিমুল্লাপুর আদর্শপাড়া এলাকার মোস্তফা কামালের মেয়ে রোজিনা খাতুন ওরফে কথা (৩০),সদরের পাকপাহাড়পুর এলাকার সাজিদ উদ্দিনের মেয়ে শাবানা বেগম ওরফে শাহানাজ(৩৪),সদরের বালুবাড়ী এলাকার মোঃ ইমনের স্ত্রী মোসাম্মৎ বৃষ্টি (২৪)।

রবিবার দুপুর ২টায় দিনাজপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মাসুম।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে ঠাকুরগাঁও,পঞ্চগড়,নীলফামারী থেকে মানুষ চিকিৎসা সেবা নিতে আসে।সরকারি হাসপাতালে যারা চিকিৎসা সেবা নিতে আসে তাদের অধিকাংশই অসহায়,দুস্থ ও সহজ সরল। চিকিৎসা সম্পর্ক তাদের জ্ঞান অনেক কম।আর এই সরলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর দালাল চক্র পরীক্ষা নিরীক্ষার নামে তাদের সাথে প্রতারণা করে আসছে।

এই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার অনেক উন্নত উপকরণ থাকলেও তাদের ভুল বুঝিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে নিয়ে গিয়ে হাতিয়ে নেয় অর্থ এবং উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় রুগি এবং হয়রানির শিকার হয় রুগির লোকজন।

অনেক সময় আবার রোগীদের অর্থ এবং মোবাইল হাতিয়ে নিয়ে চম্পট দেয়। অন্যদিকে বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টিভরা চিকিৎসকের রুমের সামনে জটলা পাকিয়ে রোগীদের চিকিৎসা সেবায় ব্যাঘাত সৃষ্টি করে।এবং কোন একজন রোগী ডাক্তারের চেম্বার থেকে বের হবার সাথে সাথে তাকে ঘিরে ধরে প্রেসক্রিপসন নিয়ে টানা হেছড়া করে এবং ছবি তুলে নেয় ।যেটা একজন রোগীর প্রাইভেসিতে ওপেন করে যেটা সম্পূর্ণ আইন পরিপন্থী ।

তাদের সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার ভিজিট করার নির্ধারিত সময় থাকলেও সেটা উপেক্ষা করে দৈনিক ডাক্তারের চেম্বারের সামনে ভীর জমায় চিকিৎসা সেবা ব্যহত করে এইরূপ একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালকে দালালমুক্ত করতেই এ অভিযান চালানো হয় এবং তাদের আটক করা হয় ।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও অতিরিক্ত পুলিশ সুপার জানান। ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে চা দোকানি আটক

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে চা দোকানি আটক

ভারতীয় হারনাজ সিন্ধু হলেন ৭০ তম‘মিস ইউনিভার্স’

ভারতীয় হারনাজ সিন্ধু হলেন ৭০ তম‘মিস ইউনিভার্স’

নারী-শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণ রোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজনঃস্পিকার

নারী-শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণ রোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজনঃস্পিকার

প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শেখ হাসিনার অভিনন্দন

প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শেখ হাসিনার অভিনন্দন

গাইবান্ধায় লাকি ব্যাম্বুতে উৎপাদিত পণ্য যাচ্ছে মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন দেশে

গাইবান্ধায় লাকি ব্যাম্বুতে উৎপাদিত পণ্য যাচ্ছে মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন দেশে

খুলনায় র‌্যাবের অভিযানে জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেফতার

খুলনায় র‌্যাবের অভিযানে জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেফতার

ওমিক্রন নিয়ন্ত্রণে বিধিনিষেধের প্রজ্ঞাপন দু-একদিনেইঃ স্বাস্থ্য সচিব

ওমিক্রন নিয়ন্ত্রণে বিধিনিষেধের প্রজ্ঞাপন দু-একদিনেইঃ স্বাস্থ্য সচিব

বিএনপির ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বিএনপির ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

খাগড়াছড়িতে  ইক্ষু,সাথী ফসল ও গুড় উৎপাদন বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়িতে  ইক্ষু,সাথী ফসল ও গুড় উৎপাদন বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত