যশোর আজ বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
Jashore Post
মে ৯, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ
দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্য গ্রেপ্তার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে একসংগে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন দিনাজপুর ফুলবাড়ি উপজেলার সোনাপাড়া এলাকার মইনুদ্দিন মন্ডলের ছেলে মোস্তাক ইসলাম (৩৫),বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ছোট বেড়াগাও এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৩৫), একই জেলার শিবগঞ্জ উপজেলার মাসুমপুর চালুঞ্জা এলাকার মোঃ কোব্বাত এর ছেলে মোঃ হাসান ( ২৮) এবং দিনাজপুর বিরামপুর উপজেলার কলেজপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মোঃ বেলাল (৪৫)।

শনিবার (৫মে )গভীর রাতে দিনাজপুর ফুলবাড়ি উপজেলার ১নং এলুয়ারি ইউনিয়নের পার্বতীপুর গ্রামে লালদিঘি বাজারে এ ঘটনা ঘটে।

ডাকাতির এ ঘটনায় করা মামলায় পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এর দিকনির্দেশনায় আংশিক সিসি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার গভীর রাত থেকে অভিযান চালিয়ে দিনাজপুর সহ জয়পুরহাট,বগুড়া এবং নওগাঁ থেকে ডাকাত দলের ৪সদস্যকে আটক করে ফুলবাড়ি থানা পুলিশ।

বুধবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম ।

এসময় তিনি সংবাদিকদের বলেন ৫মার্চ গভীর রাতে দিনাজপুর ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের পার্বতীপুর গ্রামে লালদিঘি বাজারে দুষ্কৃতীকারিরা বাজারের সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে অত্যাধুনিক কাটার দিয়ে তালা কেটে মুদিখানা ও নগদ ,বিকাশের দোকান মেসার্স পল্লব ভ্যারাইটিজ ষ্টোরের এন্ড টেলিকম ,কীটনাশকের দোকান মেসার্স তিনভাই ট্রেডাস ও মেসার্স সাগর ট্রেডারস ডাকাতি করে মালামাল একটি পিকআপ করে নিয়ে চলে যায় ।

ঘটনার পর পরেই ২টি টিম গঠন করে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৮ ঘন্টার ব্যবধানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ডাকাতদলের সদস্যরা সংশ্লিষ্ট ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন।এছাড়াও ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল ও ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবংধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি ।

সর্বশেষ - সারাদেশ