যশোর আজ বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বঙ্গবন্ধু নারীদের মুক্তির পথ সুগম করেছেনঃপ্রধানমন্ত্রী

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধু নারীদের মুক্তির পথ সুগম করেছেনঃপ্রধানমন্ত্রী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বিশেষ প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের মুক্তির পথ সুগম করেছেন। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতা নিশ্চিত করা হয়েছে। তারা সবক্ষেত্রে কাজ করে যাচ্ছে। নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকালে গণভবনে সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,উন্নত দেশ গড়ার জন্য নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজ বিশ্বব্যাপী বাংলাদেশ একটি মর্যাদার আসনে অতিষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন,মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন চলে না যায়। নিজে কি পেলাম, তা না ভেবে জনগণের জন্য কাজ করে যেতে হবে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে।

নিজে কি পেলাম চিন্তা করলে নিজেও উঠতে পারবে না,কাউকে টেনেও তুলতে পারবে না। জনগণের কাছে গিয়ে তাদের আস্থা-বিশ্বাস অর্জন করতে হবে। নিজের যোগ্যতায় কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে।

 

সর্বশেষ - সারাদেশ