আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবিন গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে নূর-আলম (২৫) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের ৫ জন।
জানা যায়, রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ ( রমেক ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর-আলমের মৃত্যু হয়। তিনি ঐ গ্রামের হাফিজার রহমানের ছেলে।
এরআগে গত সোমবার ( ৮ জানুয়ারী ) বিকালে একই গ্রামের মৃত মেনহাজের ছেলে ফুল মিয়া,খুশি মিয়া, জহুরের ছেলে আঃ কুদ্দুস, আঃ কাইয়ুম গং জমি নিয়ে বিরোধের একপর্যায়ে মোন্তাজ আলী ও তার ছেলে হামিদুলকে মারপিট করে। তাদেরকে প্রতিপক্ষের কবল থেকে রক্ষার্থে মোন্তাজ আলীর ভাতিজা নূর-আলম এগিয়ে গেলে ফুল মিয়া গং নূর-আলমকেও এলোপাতারি মারপিট করে।
এতে উভয় পক্ষের অন্ততঃ৫জন আহত হন। তাদের মধ্যে হামিদুল ও নূর-আলমকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান স্বজনরা।
তাদের মধ্যে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক নূর-আলমকে রমেক হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূর-আলমের মৃত্যু হয়।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক ( ওসি-তদন্ত ) মিলন কুমার চ্যাটার্জী,এসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক পার্শ্ববর্তী কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান কুমারেরভিটা গ্রামের ছলিমুদ্দীনের ছেলে সাজু মিয়াকে গ্রেপ্তারে সক্ষম হন।
থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম এ ঘটনায় মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।