আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
গাইবান্ধা-১ ( সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ ( সদর ) আসনে ৫ জন, গাইবান্ধা-৩ ( সাদুল্লাপুর-পলাশবাড়ী ) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জন ও গাইবান্ধা-৫ ( সাঘাটা-ফুলছড়ি) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল এইসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
গাইবান্ধা-১ ( সুন্দরগঞ্জ) আসনে শামীম হায়দার পাটোয়ারী ( লাঙ্গল ), আইরিন আক্তার ( হাত ঘড়ি ), খন্দকার রবিউল ইসলাম ( ঘড়ি), মর্জিনা খান ( আম ), মোঃ আবু ববক্কর সিদ্দিক ( গামছা ), গোলাম আহসান হাবীব মাসুদ ( মশাল ), মোঃ ফকরুল হাসান (ডাব), ওমর ফারক সিজার (টেলিভিশন), আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেকি), জয়নাল আবেদীন ( ট্রাক )।
গাইবান্ধা-২ ( সদর ) আসনে আব্দুর রশিদ সরকার ( লাঙ্গল ), শাহ সারোয়ার কবীর ( ট্রাক ), মোছাঃ মাছুমা আক্তার ( ঈগল পাখি ), জিয়া জামান খান ( আম ), মোঃ গোলাম মারুফ মনা ( মশাল )।
গাইবান্ধা-৩ ( সাদুল্যাপুর-পলাশবাড়ি ) আসনে অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (নৌকা ), মইনুর রাব্বী চৌধুরী ( লাঙ্গল ), মোঃ আজিজার রহমান বিএসসি (ঢেকি) সাহরিয়া খান বিপ্লব ( ট্রাক), মফিজুল হক সরকার (ঈগল পাখি), মো. মঞ্জুরুল হক ( নঙ্গর ), মোস্তফা মনিরুজ্জামান ( গামছা ), মাহমুদুল হক ( হাতঘড়ি ), জাহাঙ্গীর আলম সরকার ( আম), এসএম খাদেমুল ইসলাম খুদি ( মশাল )।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ ) আসনে আবুল কালাম আজাদ (নৌকা), কাজী মশিউর রহমান ((নাঙ্গল), মনোয়ার হোসেন চৌধুরী ( ট্রাক )।
গাইবান্ধা-৫ ( সাঘাটা-ফুলছড়ি ) আসনে মাহমুদ হাসান রিপন (নৌকা) আতাউর রহমান সরকার আতা (লাঙ্গল), শামসুল আজাদ শীতল ( ঈগল পাখি ) আওয়ামীলীগ, জাহাঙ্গীর আলম ( কুলা ), ফারুক মিয়া ( আম ), ফারজানা রাব্বী বুবলী ( ট্রাক )।