যশোর আজ বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০০জন

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৮, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ
গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০০জন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। নিহতদের অধিকাংশই রোগী ও বিভিন্ন স্থান থেকে আসা শরণার্থী।বোমা হামলার ঘটনায় ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটির নাম আল-আহলি আরব। স্থানীয় সময় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ইসরায়েলি বিমান হাসপাতালটিতে হামলা চালায়। বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে,অ্যাংলিকান চার্চ পরিচালিত আল-আহলি আরব হাসপাতালের যে ছবি তারা পেয়েছে, সেখানে দেখা গেছে ভয়াবহ এক পরিস্থিতি। চিকিৎসাকর্মীরা এখনও লাশ খুঁজে বের করছেন।

পশ্চিম তীরে ফিলিস্তিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে এই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। আর গাজায় হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যায়িত করেছেন।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘এটি ভয়াবহ অন্যায় এবং এই হামলার মাধ্যমে আবারও দেখিয়ে দেওয়া হলো- বেসামরিক নাগরিকদের প্রাণের কোনো দাম দেওয়া হচ্ছে না।

আন্তর্জাতিক মানবাধিকার ও দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও এই হামলার নিন্দা জানিয়েছেন।

সর্বশেষ - সারাদেশ