নড়াইল প্রতিনিধি :: নড়াইলে পুলিশের অভিযানে ৩০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো লোহাগড়াথানাধীন রামকান্তপুর গ্রামের মৃত জবু মোল্যার ছেলে মোঃ নিলু মোল্যা ( ৩০) ও একই গ্রামের কাউসার মোল্যার ছেলে পলাশ মোল্যা ( ৩৫)।
রবিবার ( ৩ সেপ্টেম্বর )সকালে লোহাগড়াথানাধীন শালনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।এ সময় তাদের নিকটে থাকা ৩০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নাসির উদ্দিন ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।