স্টাফ রিপোর্টার :: সতেরো ঘণ্টার অভিযান শেষে চট্টগ্রামে নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামের নিখোঁজ হওয়া ১৮ মাস বয়সের শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।শিশু ইয়াছিন আরাফাত নগরীর রঙ্গীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
সোমবার ( ২৮ আগস্ট ) সকালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি সেখানে পড়ে যায়।রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে নালায় নিখোঁজ হয় শিশুটি।
প্রাথমিক অবস্থায় শিশুটি কীভাবে ড্রেনের কাছে গেলো সেটি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে বলে নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম জানান। পরবর্তীতে রাতে তিনি জানান,ওই শিশুর নালায় পড়ে যাওয়ার স্থানটি সিসিটিভির আওতার বাইরে।