যশোর আজ বুধবার , ২৫ মে ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ভারতগামী পাসপোর্ট যাত্রীর পেটে মিললো স্বর্নেরবার!অতঃপর গ্রেফতার-২

প্রতিবেদক
Jashore Post
মে ২৫, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

পাসপোর্ট যাত্রীর পেটে মিললো স্বর্নেরবার

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান দিয়ে ভারত ভ্রমন ইচ্ছুক দুই যাত্রীর কাছ হতে ৩টি স্বর্নেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা।দুই ভারতগামী পাসপোর্ট যাত্রীর পেটে মিললো ৩৪৮গ্রাম স্বর্ন।এ ঘটনায় স্টেশনটির কর্মরত শুল্ক গোয়েন্দা সংস্থার সদস্যরা ঐ দুই যাত্রীকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপার্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুর জেলার শোলপাড়া থানাধীন শোলপাড়া গ্রামের কাশেম খানের ছেলে নান্টু(২৬) যাহার পাসপোর্ট নংঃ- এ-০০২৫৩৪৪৮ ও একি থানা এলাকার নুরুজ্জামান খানের ছেলে মোঃ ফাহাদউজ্জামান খান(২০) যাহার পাসপোর্ট নংঃ-এ-০৩৫২৪৬১৯।

চেকপোস্ট ইমিগ্রেশান সুত্রে জানা যায়, বুধবার( ২৫মে )সকালে পোপন সংবাদের মাধ্যমে স্টেশনটির শুল্ক গোয়েন্দা সংস্থা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ভারত ভ্রমনের উদ্দেশ্যে চেকপোস্ট ইমিগ্রেশানে আসা ঐ দুই যাত্রীকে আটক করে তল্লাশী চালায়। এক পর্যায়ে তাদেরকে বেনাপোল বাজারস্থ রজনীক্লিনিকে নিয়ে পেটের এক্সেরে করান। এক্সেরে রিপোর্টে তাদের পেটের ভিতির স্বর্নেরবার সাদৃশ্য দেখা গেলে তা বের করার ব্যাবস্থা নেওয়া হয়। পরবর্তী সময়ে তাদের পেটে থাকা কালো টেপে মোড়ানো ৩পিস স্বর্নেরবার উদ্ধার হয়।

পাসপোর্ট যাত্রীর কাছ হতে স্বর্ন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ ( ওসি ) কামাল উদ্দিন ভূইয়া জানান, এই দুই স্বর্নপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে সোপার্দের পক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - সারাদেশ