মাহমুদুল হাসান :: যশোরের বন্দর নগরী বেনাপোলের বৃহৎ ব্যবসায়িক সংগঠন সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘীরে এলাকা জুড়েই সাজ সাজ রব পড়েছে।চলছে প্রচার-প্রচারণা। ইতিমধ্যেই নির্বাচন ইচ্ছুক প্রার্থীরা নির্বাচন কমিশন কার্য্যলয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার শাহাজান সবুজ।
তিনি জানান,ঘোষিত তফসিল অনুযায়ী ৮,৯ও ১০মে তারিখে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। এখনো পর্যন্ত মনোনয়ন ফরম জমা পড়েনি। তবে জমা হওয়া ফরম গুলো আগামী ১১ তারিখ যাচাই বাছাই শেষে ১২ই মে ২০২২ ইং তারিখে বৈধ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ ৩০মে অনুষ্ঠিত হবে।


বেনাপোলের ব্যবসায়িক সংগঠনের গুরুত্বপূর্ন এই নির্বাচনকে ঘীরে ভোটার,প্রার্থী ও সাধারন জনসাধারনের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ মান। ইতিমধ্যে নতুন ও প্রবীনের সমন্বয়ে গঠিত ২টি প্যানেলে হ্যাবিওয়েট প্রার্থীরা প্রতিদন্দিতা করছে আসন্ন ৩০মে এর নির্বাচনে।এর আগে ২০১৪ সালে সর্বশেষ এই বৃহৎ ব্যবসায়িক সংগঠনটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো।এরপর হতে নানা জটিলতা ও নাটকীয়তায় সংগঠনটির পরিচালনা পরিষদ গঠনে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা যাইনী।
২০২২সালে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রি বার্ষিক এ নির্বাচনে এখনো পর্যন্ত ২টি প্যানেলের মোট ৩৮জন প্রার্থী আলোচনায় রয়েছে। দীর্ঘদীনধরে পরিচলনা পরিষদে থাকা শামসুর রহমান-নুরুজ্জামান-লতা সমমনা-সন্মিলিত-সমন্বয় পরিষদের এর বিপরীতে সজন-ভারত-ফজলু ঐক্য পরিষদ এবার পূর্নাঙ্গ প্রার্থীতা ঘোষণার মাধ্যমে শক্তিশালী নির্বাচনী লড়াইয়ে অবর্তীণ হয়েছেন।
সি এন্ড এজেন্ট এ্যাসোসিয়েশান সংগঠনটির পরিচালনা পরিষদের দীর্ঘসময় ধরে দায়িত্বে থাকা সাবেক প্রযুক্তি ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও একুশে বাংলা এন্টার প্রাইজের সত্তাধীকারী জনপ্রিয় তরুণ প্রার্থী সাজ্জাদুল ইসলাম সৌরভ জানান,সংগঠনটির সাধারণ সদস্যদের দাবী আদায়ের লক্ষ্যে সকলের সমর্থন নিয়ে তিনি আবারো আসন্ন ৩০মে এর নির্বাচনে প্রতিদন্দীতা করছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী ব্যাক্ত করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সজন- ভারত-ফজলু ঐক্য পরিষদ হতে আসন্ন নির্বাচনে প্রতিদন্দীতা করছেন তরুন ব্যবসায়িক ও বেনাপোলের অতি পরিচিত মুখ আজিম এন্টার প্রাইজের সত্তাধীকারী আব্দুস সামাদ। যশোর পোস্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান,সাধারন ব্যবসায়িকদের স্বার্থ রক্ষায় ব্যাবসায়িক সংগঠনটির পরিচালানা পরিষদে পরিবর্তন আনা প্রয়োজন।
সময়ের চাহিদা অনুযায়ী পরিবর্তনের লক্ষ্যে সাধারন ব্যবসায়িকদের অধিকার রক্ষায় তিনি এবারের নির্বাচনে প্রার্থী হয়ে ভোট যুদ্ধে লড়ছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যাক্ত করে জানান, সাধারন ভোটারদের মাঝে চাপা ক্ষোভ রয়েছে,তারা যদি সঠিক সিদ্ধান্ত নেন ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে তিনি ও তার প্যানেল নির্বাচিত হবেন। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

দীর্ঘ ৮ বৎসর পর বৃহৎ এ ব্যবসায়িক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়া কে ঘীরে বেনাপোলের সবত্র জুড়েই বইছে এখন নির্বাচনী হাওয়া। সবাই মুখিয়ে রয়েছে ভোট গ্রহণ শেষে প্রত্যাশিত ফলাফলের দিকে। চলমান পরিষদ না নতুনের জয়জয়কার হবে তা দেখতে আরো অপেক্ষা করতে হবে ৩০মে পর্যন্ত। স্থানীয় একাধিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে পরিবর্তনের আভাস মিলছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ রবিউল আলম জানান, ৩০মে এর ভোট গ্রহণকে ঘীরে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। একটি সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দেওয়ার জন্য কমিশন সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি এ কাজে সকলের সহযোগীতা চেয়েছেন। উল্লেখ্য আসন্ন ৩০ মের নির্বাচনে সংগঠনটির ৭২৪জন সদস্য তাদের মূল্যবান ভোট প্রদান করবেন।