যশোর আজ শুক্রবার , ২২ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কোটচাঁদপুরে পানির গর্ত হতে অচেতন অবস্থায় প্রবাসীর স্ত্রী উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২২, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
কোটচাঁদপুরে পানির গর্ত হতে অচেতন অবস্থায় প্রবাসীর স্ত্রী উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সিনিয়র রিপোর্টার :: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বমানদাহ গ্রামে হাত-পা,মুখ বাঁধা ও অচেতন অবস্থায় পানির গর্ত হতে এক প্রবাসীর স্ত্রীকে উদ্ধার হয়েছে। গৃহবধূ শাহানাজ ওই এলাকার কাতার প্রবাসী অহিদুল ইসলামের স্ত্রী।

শুক্রবার ভোরে এলাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শাহানাজ রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাহিরে গেলে কে বা কারা হাত-পা বেঁধে মুখে কসটেপ মেরে বাড়ির পাশে পানির গর্তে ফেলে উপরে বাঁশ দিয়ে ঢেকে রাখে।

ভোরে স্থানীয়রা ফজরের নামাজ পড়তে গিয়ে গর্তের মধ্যে শব্দ শুনতে পায়। এসময় গর্তে গৃহবধূকে পানিতে ভাষতে দেখে।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ভূক্তভোগী হাসপাতালে ভর্তি রয়েছে। গৃহবধূ সুস্থ্য হলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি আরো জানান।

সর্বশেষ - সারাদেশ