যশোর আজ সোমবার , ১২ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

হাতিয়ায় বাজার মনিটরিং করছে সাধারণ শিক্ষার্থীরা

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১২, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ
হাতিয়ায় বাজার মনিটরিং করছে সাধারণ শিক্ষার্থীরা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মোঃ হানিফ উদ্দিন সাকিব :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাতিয়ায় বিশৃঙ্খলা-অরাজগতাসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে।

সোমবার ( ১২ আগস্ট ) ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজলেরনেতৃত্বে শিক্ষার্থীরা হাতিয়া শহরের ওছখালী শাহাজান সুপার মার্কেটে কাঁচা তরকারির দোকান,মুদি দোকান,মাছের দোকান, মুরগির দোকানে মনিটারিং কার্যক্রম চালান তারা।

শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে দেখা গেছে তাদের। এছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজল জানান, নতুন বাংলাদেশের নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার,আড়ৎ, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণেই আমরা হাতিয়ার বিভিন্ন বাজারে মনিটরিং চালাচ্ছি

সর্বশেষ - সারাদেশ