
হানিফ উদ্দিন সাকিব(নোয়াখালী ) জেলা প্রতিনিধি:: নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাস চলাকালে স্মার্ট মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন।
বুধবার ( ১২ নভেম্বর ) বিকেলে কলেজ অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত )এইচ.এস. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের কার্যক্রম চলাকালীন অবস্থায় কোনো শ্রেণিকক্ষে বা পাঠদান চলার সময় স্মার্ট মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
প্রয়োজনে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বাটন মোবাইল ব্যবহার করতে পারবেন।এছাড়াও, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ছাত্র-ছাত্রীদের মনোযোগ ধরে রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ক্লাসে মোবাইল ব্যবহার করায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল। যা রোধে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে প্রশাসন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশ কলেজ প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এটি শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তারা অভিমত প্রকাশ করেন যে, একইভাবে যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন নিয়ম চালু করা হয়।