যশোর আজ রবিবার , ১৭ এপ্রিল ২০২২ ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবীতে বেনাপোলে আওয়ামীলীগ নেতার লাশ নিয়ে মিছিল

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ১৭, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবীতে বেনাপোলে আওয়ামীলীগ নেতার লাশ নিয়ে মিছিল
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মগর আলীর (৫৮) হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচারদাবীতে নিহতের লাশ নিয়ে মিছিল বের হয়।প্রতিবাদ মিছিল শেষে জানাযার মাধ্যমে নিহত নেতার লাশ তার নিজ গ্রামের ( কাগমারী ) কবরস্থানে দাফন করা হয়।

রবিবার ( ১৭ এপ্রিল ) বিকাল ৪ ঘটিকায় পৌরআওয়ামীলীগের একাংশের নেতৃবৃন্দ যশোর-কোলকতা মহাসড়কে প্রতিবাদ মিছিল বের করে। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার( ১৬ এপ্রিল ) রাত আনুমানিক ৭টার কিছু পর কাগজপুকুর এলাকার রেললাইন ক্রসিং স্থলে তার আপন ভাইপোর নেতৃত্বে দূর্বৃত্ত হামলার শীকার হন।হামলাকারীরা তার পেটে চাকু মেরে ফেলে রেখে যায়। এ সময় নিহতের সাথে থাকা আরো দুজন গুরুতর জখম হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয়রা দ্রুত নিহত নেতা মগর আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,আওয়ামী রাজনিতীর আভ্যন্তরীন কোন্দলে তাদের পিতা খুন হয়েছে।

বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়,হত্যাকান্ড ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ হতে এজাহার দায়ের করেনী। তবে হত্যাকারীদের আটকের ব্যাপারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল