স্টাফ রিপোর্টার :: সড়ক দুর্ঘটনায় রংপুরের ‘শিশুবক্তা’ হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী নিহত হয়েছেন।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
রোববার ( ১৮ জুন ) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা ( ফারুকের মোড় ) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন শিশুবক্তা আবু রায়হান। পথে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা ( ফারুকের মোড়) এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম নামের আরও দুজন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু ( ইউডি ) মামলা করা হয়েছে।