চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: দিনাজপুরের কাহারোল উপজেলায় স্বামীর মটর সাইকেল থেকে ছিটকে পড়ে ,ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৫৫) নিহত হয়েছেন। সে মোঃ আফসার আলীর (৭৮) স্ত্রী।
শনিবার( ৫জুলাই )সকাল সাড়ে নয়টায় ১০মাইল থেকে ঠাকুরগাঁও গামী মহাসড়কে করিম সাহেবের মিল এবং পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে কিডনি রোগে আক্রান্ত আফসার আলীর ভাইকে দেখতে তাদের বাড়ি যায় ।রুগী দেখে নিজ বাড়ি ফেরার পথে স্বামীর মটর সাইকেল থেকে পরে বিপরীত গামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই হালিমা খাতুনের মৃত্যু হয় এবং স্বামী গুরুতর আহত হন।
কাহারোল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।যানবাহন চলাচল স্বাভাবিক করাসহ মৃতদেহ মর্গে পাঠায় পুলিশ।