খুলনা প্রতিনিধি :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যদের হাতে সেনাবাহিনী চাকরির ভূয়া নিয়োগ পত্র প্রদানকারী মোঃ নুর ইসলাম ( ৪৬ )নামের এক প্রতারক গ্রেফতার হয়েছে।
শুক্রবার ( ২৬ আগস্ট ) র্যাব-৬ এর সদর কোম্পানী খুলনার একটি আভিযানিক দল ঐ প্রতারককে গ্রেফতার করে।
র্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় চাকরি দেওয়ার নামে একজন প্রতারক বিভিন্ন ব্যাক্তির নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে । এমন সংবাদে র্যাব সদস্যরা শুক্রবার রাতে খুলনা জেলার ডুমুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এতারক নুর ইসলামকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ হতে সেনাবাহিনীর চাকরির ভূয়া নিযোগপত্র ২টি,১ পাতা চেক ও ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।গ্রেফতারকৃত প্রাথমিক জিঙ্গাসাবাদে প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।


আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।