
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: বিষ দিয়ে সুন্দরবনে মাছ শিকারকে কেন্দ্র করে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে ৯জন আহত হয়েছে।
শনিবার ( ১৫ নভেম্বর ) বেলা সাড়ে ১২টার দিকে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মোড়ল ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম গ্রুপের মধ্যে উক্ত সংঘর্ষ হয়। এসময় দু’পক্ষই ধারালো দেশীয় অস্ত্র লোহার রড ও লাঠি ব্যবহার করে।
আহতদের মধ্যে মিজানুর রহমান মোড়ল(৫৫), মোকাররম হোসেন(৩৫), মোশারফ হোসেন(৬০),মনিরুল ইসলাম(২৬), মফিজুল(৪০), ইউসুফ(২৬), রবিউল(৩৪) ও মহিনুর(৪০) কে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিজানুর রহমানের ছেলে জামাল ফারুক জানান, তাদের এলাকার আরমান গাজীর ছেলে ইউনুস আলী,নেছার গাজীর ছেলে অহিদুল,হযরত তরফদারের ছেলে আজিজুর ও উজ্জল, আকিমদ্দী গাইনের ছেলে শাহাজান,আইজদ্দীন তরফদারের মইনুর এবং নেছার গাজীর ছেলে মফিজুল সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সাথে জড়িত।
দুই মাস আগে বিষ দিয়ে মাছ শিকারের সময় হাতেনাতে বনবিভাগের হাতে তাদের দুই সদস্য আটক হয়। সম্প্রতি জামিন নিয়ে বাড়িতে ফিরে এসে মফিজুর ও তার সঙ্গীরা আবারও বিষ প্রয়োগে সুন্দরবনের মাছ শকার শুরু করে। বিষয়টি জানতে পেরে তার পিতা শুক্রবার রাতে মইনুর ও মফিজুলকে ডেকে নিয়ে মাছ শিকারে বিষ ব্যবহার করতে নিষেধ করে।
এঘটনায় ক্ষুব্ধ হয়ে মফিজুর ও মইনুর বিষয়টি স্থানীয় যুবদল নেতা শাহআলমের কাছে নালিশ দেয়। একপর্যায়ে শনিবার দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে মইনুরের বাড়ির সামনের রাস্তায় পেয়ে তার মিজানুরকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়।
খবর পেয়ে পিতাকে উদ্ধারে ঘটনাস্থলে পৌছালে তাদের উপর হামলা হয়। এঘটনায় তিনি নিজেসহ সাত জন আহত হলেও পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাঃ শাকির হোসেন জানান উভয় পক্ষের নয়জন ভর্তি হয়েছে। তবে মিজানুর ও মফিজুলের অবস্থা আশংকাজনক। ধারালো অস্ত্রের আঘাতে তৈরী ক্ষত থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চিকিৎসা নেয়ার পর আহতদের স্বজনকে অভিযোগ দিতে বলা হয়েছে।