যশোর আজ শুক্রবার , ১৩ মে ২০২২ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশান নির্বাচন জমে ওঠেছে

প্রতিবেদক
Jashore Post
মে ১৩, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশান নির্বাচন জমে ওঠেছে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: বন্দর নগরী বেনাপোলের সবচেয়ে বৃহৎ ব্যবসায়িক সংগঠন সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশান নির্বাচন কে ঘীরে নির্বাচনী মাঠ এখন জম জমাট। ইতিমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীরা বৈধ্য প্রার্থী হিসাবে ঘোষিত হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে।

দুটি প্যানেলে নবীন-প্রবীনের সমন্বয়ে ৩৮ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ন হয়েছেন।

দীর্ঘ বছর ধরে সংগঠনটির পরিচালনা পরিষদে থাকা প্রার্থীদের বিপরীতে এক ঝাঁক তরুণ প্রার্থী প্রতিদন্দীতা করলেও সাধারন ভোটারদের অভিমত কথার ফুলঝুরি ছড়িয়ে বরাবরের মত এবারও নির্বাচনী বৈতরনী পার করবে নির্বাচিতরা।

শামসুর রহমান- মধু-লতা সমমনা পরিষদের ( আনারস মার্কা ) বীপরীতে সজন-ভারত-ফজলু ঐক্য পরিষদ ( ছাতা মার্কা ) এবার শক্ত অবস্থানে রয়েছেন। আসন্ন ৩০ মে সংগঠনটির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইতি মধ্যেই আসন্ন নির্বাচনকে ঘীরে দুটি প্যানেলের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।ব্যানার,লিফলেট বিতরন ও বিলবোড টাঙিয়ে তাদের প্রচার কাজ চালাচ্ছেন। এ কাজে প্রতিদন্দী প্রার্থীরা সামাজিক মাধ্যমে কু রুচিপূর্ন ব্যাক্তিগত আক্রমনের স্বীকার হচ্ছেন।

ফেসবুকে ভূয়া আইডি বা নিজিস্ব আইডি দিয়েই প্রার্থীদের দোষ ত্রুটি তুলে ধরে তাদের বয়কটের প্রচারণা চালানো হচ্ছে। যদিও এ ব্যাপারে ভূক্তভোগী প্রার্থীদের এখনো কোন মন্তব্য পাওয়া যাইনী ।

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট নির্বাচনকে ঘীরে উৎসুক সাধারন জনগন। কেননা এই ব্যবসায়ীরা সরকারী রাজস্ব আহরোনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। বাংলাদের বৃহৎ স্থল বন্দর বেনাপোলে অবস্থিত তাই জনসাধারনের আগ্রহের কমতি নাই। আর দীর্ঘ দিন সংগঠনটির নির্বান না হওয়ায় এবার আসন্ন ভোট গ্রহণ নিয়ে সংগঠনটির সদস্য,সংশ্লিষ্ট জনগন মুখিয়ে রয়েছে।

বেনাপোলের স্থানীয় একাধিক সূত্র জানাই,আসন্ন ৩০মে এর নির্বাচনে একাধিক শুল্কফাঁকি সহ নানা অনিয়মের দায়ে অভিযুক্ত ব্যাক্তিরা এবারের নির্বাচনে প্রার্থী হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ব্যবসায়ী (ভোটার ) জানান,নির্বাচন আসলে ভোটারদের কদর বাড়ে। এখন ভোর সকালে দরজা খুললে নকসী কাঁথার পেকেট মিলছে ,২৭ তারিখের পর টাকা ভর্তি খামও মিলবে আশা করা যায়। পূর্বের ন্যায় সাধারন ভোটাররা অবহেলিত থেকে যাবে।

ভোটের পর কাস্টমস কর্তৃপক্ষের হয়রানী এড়াতে নবগঠিত নেতৃবৃন্দের কাছ হতে ব্যবসায়িক সংক্রান্ত কোন সুবিধা মিলবে না। কেননা তারা টাকা খরচ করে নেতা হয় নিজেদের ফাইল ছাড়াতে।

এবারের নির্বাচনে বেনাপোল সহ দেশের সমগ্র এলাকা মিলে মোট ভোটারের সংখ্যা ৭২৪জন।বেনাপোল জুড়ে বইছে এখন নির্বাচনী আমেজ। এখনো পর্যন্ত শান্তি মুখর পরিবেশেই নির্বাচনী কাজ চলছে। সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেই নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত