স্টাফ রিপোর্টার :: সিলেটের ওসমানী নগরে প্রাইভেটকার চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম ( ৩২ )।
রোববার ( ১০ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইলাশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তা পারাপার হচ্ছিলেন মা-ছেলে। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ( মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা ) মোঃ সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে পাঠায়।এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হয়েছে।