সাতক্ষীরা প্রতিনিধি :: র্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যম্পের র্যাব সদস্যদের অভিযানে ভারতে নারী পাচার চক্রের মূল হোতা মোঃ ইমরান গাজীসহ ৩সদস্য গ্রেফতার হয়েছে। ইমরান গাজী ( ৩০) ছাড়া অপর দুইজন হলো সাবানা সুলতানা (২৫) ও আব্দুস ছালাম শেখ(৩৫)।
বৃহষ্পতিবার ( ২২ জুন ) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঐ তিন পাচারকারীকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ২১ মার্চ২০২৩ ইং তারিখে শ্যামপুর থানাধীন জুরাইন পাইপরাস্তা এলাকার এক নারীকে গ্রেফতারকৃতরা সৌদি আরবে ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে ভারতের বসির হাট নিয়ে যায়। পরবর্তীতে তোকে কলকাতার এক যৌনপল্লীতে বিক্রি করে দেয়। পরবর্তীতে ভারতীয় এনজিও বিডিএল স্মাইল চাইল্ড ফাউন্ডেশন উক্ত ঘটনা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে তাদের হেফাজতে নেই।
এ ঘটনায় ভিকটিমের স্বামী মোঃ ফয়সাল ডিএমপি,ঢাকা শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন। আসামীরা সংঘবদ্ধ মানবপাচার চক্রের প্রধান ও সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামীদেরকে ঢাকা শ্যামপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করে।