যশোর আজ বুধবার , ৬ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সাতক্ষীরায় নৌকার উপর ভাসমান মসজিদের উদ্বোধন

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৬, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় নৌকার উপর ভাসমান মসজিদের উদ্বোধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরায় জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে দেশের প্রথম ভাসমান জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর ) ভাসমান মসজিদটি উদ্বোধন করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দিন।

ভাসমান মসজিদটি যাতে স্থির থাকতে পারে সেজন্য নৌকার দুই ধারে ২৫০ লিটারের ৪টি করে ৮টি ড্রাম বাঁধানো হয়েছে। উপকূলীয় প্রতাপনগর ইউনিয়ন দীর্ঘ প্রায় দুই বছর ধরে খোঁলপেটুয়া নদীর জোয়ার-ভাটায় প্রায় সময়ে প্লাবিত প্লাবিত হয়ে থাকে আগের মসজিদটি।

ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হাওলাদার বাড়ি জামে মসজিদের ভেতরে জোয়ার-ভাটা চলছে। সম্প্রতি ‘সাঁতার কেটে মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন ইমাম’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এরপর মুসল্লিদের কষ্ট লাঘবে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে ভাসমান মসজিদটি নির্মাণ করে ইমাম হাফেজ মইনূর ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

মসজিদটিতে ৫৫ থেকে ৬০ জন মুসল্লি এক জামায়াতে নামাজ আদায় করতে পারবেন। ভাসমান মসজিদের নৌকাটির দৈর্ঘ্য ৫০ ফুট, প্রস্থ ১৬ ফুট। এতে রয়েছে পানির ট্যাংক, ট্যাব সিস্টেমসহ ওজু করার সুবিধা।

এছাড়াও রয়েছে সাউন্ড সিস্টেম ও স্যানিটেশন ব্যবস্থা। এ বিষয়ে প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, মসজিদটি আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ - সারাদেশ