যশোর আজ বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সাতক্ষীরায় বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২৪, ২০২৩ ১:০০ অপরাহ্ণ
সাতক্ষীরায় বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ি নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতাকর্মীরা। এতে নাগরিক সেবা নিতে ভোগান্তির শিকার হন পৌরসভার সেবা প্রত্যাশীরা।

বুধবার ( ২৩ আগস্ট ) সকালে শহরের বিভিন্ন ভাগাড় থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেন তারা।

পরিচ্ছন্নতাকর্মীরা গনমাধ্যমকর্মীদের বলেন,আমরা সামান্য বেতনের চাকরি করি। এরপরেও যদি দুইমাস বেতন বন্ধ থাকে তাহলে এই দ্রব্যমূল্যর বাজারে আমরা কিভাবে চলবো।বেতন না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। সাতক্ষীরা পৌরসভার সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন,সুইপার ইউনিয়নের সহ-সভাপতি নুজরুল ইসলাম, সদস্য গণেশ মন্ডল, তরিকুল ইসলামসহ পরিচ্ছন্নতা কর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

সাতক্ষীরার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন,মেয়র ও প্রধান নির্বাহীর যৌথ স্বাক্ষরে বিভিন্ন কর্মীদের বেতন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়।

কিন্তু সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতী বিভিন্ন সময় নাশকতা মামলার কারণে হাজতে থাকায় আমরা নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দিতে পারছি না। তবে দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করছি।

পরে পুলিশের উপস্থিতিতে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ - সারাদেশ