খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে প্রবল বর্ষণের ফলে ভয়াবহ পাহাড় ধসে থমকে গিয়েছিল সাজেকগামী যোগাযোগ ব্যবস্থা।
বুধবার( ২৩ জুলাই )গভীর রাতে টানা বৃষ্টিতে অন্তত তিনটি স্থানে পাহাড় ধসে পড়লে সড়কে সৃষ্টি হয় বিশাল বাধা। এতে দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন ও পর্যটক—প্রায় ৪২৫ জন।
পর্যটন স্বর্গখ্যাত সাজেকে আটকে পড়া এই বিপুল সংখ্যক পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সাজেক ভ্যালি ও খাগড়াছড়ির মধ্যকার সব ধরনের যান চলাচল।
পাহাড় ধসের খবর পাওয়ার পর বৃহস্পতিবার (২৪ জুলাই )সকাল থেকেই উদ্ধারকাজে নামে সেনাবাহিনী,ফায়ার সার্ভিস, সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসন। সম্মিলিত চেষ্টায় বিকেল নাগাদ মাটি ও গাছপালা সরিয়ে ফেলা হয় সড়ক থেকে। দীর্ঘ ১০ ঘণ্টা পর পুনরায় সচল হয় সাজেকের যোগাযোগ ব্যবস্থা।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে সব পর্যটকই নিরাপদে আছেন এবং ধাপে ধাপে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে পাহাড়ি অঞ্চলে নিয়মিতভাবে এমন দুর্যোগ ঘটতে পারে,তাই ভবিষ্যতে বাড়তি সতর্কতা ও বিকল্প নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান সাজেক ভ্যালি প্রতিদিনই দেশি-বিদেশি হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে।পাহাড়, মেঘ ও সবুজের অপরূপ মেলবন্ধনের এই ভূস্বর্গে এমন দুর্যোগে পর্যটকদের মাঝে দেখা দেয় উদ্বেগ, তবে সময়মতো কার্যকর পদক্ষেপে ফিরে আসে স্বস্তি।