যশোর আজ রবিবার , ৬ মার্চ ২০২২ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

“ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল” যশোর জনসেবায় সচেষ্ট

প্রতিবেদক
Jashore Post
মার্চ ৬, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
“ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল” যশোর জনসেবায় সচেষ্ট
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি:: সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গত ১মাসে ( ফেব্রুয়ারী ) যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়েরীভুক্ত ৩৭টি মোবাইল ফোন উদ্ধারসহ তা ফোনের প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ( নগদ/বিকাশের মাধ্যমে ) ৫৪ হাজার৭৪৫ টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়া ও হ্যাকিংকৃত ৪টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়গুলি নিশ্চিত করেন।

এছাড়াও যশোর জেলার মনিরামপুরথানাধীন মোহনপুর গ্রামের আবুল হোসেনের কন্যা অভিযোগকারী আমিনা মির্জা (২০)কে আইনগত সহায়তা প্রদান, যশোর কতোয়ালী থানার জিডি নং-৯৩৮ তারিখ-১৭-২২০২২ এর প্রেক্ষিতে ভিকটিম মোছাঃ তাসনিম আক্তার দিনা ( ১৪ ) এবং কোতয়ালী থানার জিডি নং-৫৪১ তাং-১০-০২-২০২২ মূলে ভিকটিম মোছাঃ শোনজিতা ইসলাম( ১৬)কে উদ্ধারে সহায়তা।

চৌগাছা থানার পর্নোগ্রাফি মামলার আসামী (মামলা নং-০৮ তাং-৭-০২ -২০২২ইং) জিনাইদাহ জেলার কালীগঞ্জ থানার পাতবিলা গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান(২৩)ও যশোর জেলার বাঘারপাড়া থানার ধর্ষন,খুনসহ একাধিক মামলার (মামলা নং-১৭ তারিখ ২৬-৯-২১ ইং)দীর্ঘদীনের পলাতক আসামী বাঘারপাড়াথানাধীন পাঠানপাইকপাড়া (ভবানীপুর)গ্রামের নিজাম বিশ্বাসের ছেলে মোঃ মাসুদ রানা(৩৫) কে খুলনা হতে গ্রেফতারে সহায়তা করা হয়।

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপকার ভোগীরা।

সর্বশেষ - লাইফস্টাইল