
মাহিদুল ইসলাম ফরহাদ ( চাঁপাইনবাবগঞ্জ )জেলা প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন।
সোমবার ( ১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।
সিটিজেএ’র সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে,গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নলিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল,মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজাশাহী প্রেসক্লাবের সাবেক সাধারান সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা,এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান।
সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসাজনিত কারনে দেশের বাইরে বাইরে অবস্থান করায় তিনি মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এসময় বক্তারা বলেন,সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী শুভ’র নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহানকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনাটি ন্যক্কারজনক । সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
প্রসঙ্গত, গত ২৭ তারিখ প্রার্থী বাতিলের দাবীতে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে চাঁপাইনবাবগঞ্জ-২ ( নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট ) আসনের বিএনপি’র প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের গুন্ডা বাহিনী সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের এ সাংবাদিক পরিচয় দিলেও সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করা হয়।