আরাফাত ( বগুড়া ) জেলা প্রতিনিধি :: বগুড়া-৪ ( কাহালু-নন্দীগ্রাম ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডঃ মোস্তফা ফয়সাল পারভেজের নন্দীগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই )বিকেলে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি বলেন,কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর সুখেদুঃখে পাশে থাকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে বগুড়া-৪ ( কাহালু-নন্দীগ্রাম )আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। এরপর আমি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে কাহালু-নন্দীগ্রাম উপজেলায় গণসংযোগ শুরু করে দিয়েছি।
সাংবাদিকরা জাতির বিবেক। তাই আপনাদের মাধ্যমে এলাকার সঠিক চিত্র উঠে আসে। নিরপেক্ষ সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে। আমিও দেশ ও জাতি তথা কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর মঙ্গল কামনা করি। এজন্য সাংবাদিকসহ জনগণের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
আল্লাহর রহমতে জনগণের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর সেবক হয়ে জনগণের সেবামূলক কাজ করতে চাই। পাশাপাশি রাস্তাঘাট, ধর্মীয়, শিক্ষা, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়ন গুরুত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ।
এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু,উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান,সেক্রেটারি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল-
উপজেলা কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী,পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, যুববিভাগের সভাপতি রাকিব হোসেন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম মনির-
পৌর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি,আব্দুল কাদের, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হুসাইন মুহাম্মাদ মানিক,প্রত্যাশা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব,মতিউর রহমান,প্রমুখ।
এ মতবিনিময় সভা শেষে তিনি নন্দীগ্রাম উপজেলার বিভিন্নস্থানে সংযোগ করেন।