চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা ও চাল ৪০ টাকায় সংগ্রহ করবে সরকার। আগামী ৭ নভেম্বর থেকে সারাদেশে এ সংগ্রহ অভিযান শুরু হবে। চলতি আমন মৌসুমে তিন লাখ টন ধান ও পাঁচ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী ডঃ মোঃআব্দুর রাজ্জাক,অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বছর আমন ধান ও চালের দাম ছিল যথাক্রমে ২৬ ও ৩৬ টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost