যশোর আজ বুধবার , ২ আগস্ট ২০২৩ ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সংবাদ প্রকাশের পরই বেনাপোলে পল্লী বিদ্যুৎসমিতির প্রচারণা শুরু

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পরই বেনাপোলে পল্লী বিদ্যুৎসমিতির প্রচারণা শুরু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: অফিস অব্যবস্থাপনা ও নতুন মিটার সংযোগে লাগামহীন অর্থবানিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পরপরই বেনাপোল এলাকায় গ্রাহক সচেতনতায় প্রচার-প্রচারণার তোড় জোড় শুরু করেছে বেনাপোল সাব-জোনাল অফিস।

বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের অনিয়ম-দূর্নীতির মুখে জিম্মিদশায় পরিনত হয় যশোর পল্লী বিদ্যুৎ সমিতির অধিনস্ত বেনাপোল সাব-জোনাল অফিস কার্যক্রম।এর ফলে সেবার বীপরীতে গ্রাহক হয়রানী চরমে পৌঁছাই।

এ নিয়ে গত ২৭ জুলাই দৈনিক মাতৃছায়া,দৈনিক জন্মভূমি, দৈনিক সকালের সময় প্রিন্ট পত্রিকাসহ একাধিক অনলাইন পোর্টালে “ বেনাপোল জোনাল অফিসে দালাল ছাড়া মেলেনা বিদ্যুৎ সংযোগ ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই টনক নড়ে পল্লী বিদ্যুৎ এর কর্তা ব্যাক্তিদের।

মঙ্গলবার ( ১লা আগস্ট )বেনাপোল সাব জোনাল অফিস এলাকায় দালাল মুক্ত সেবা গ্রহণ করতে প্রচার মাইক ছাড়া হয়। গ্রাহক সচেতনাতায় লিফলেট বিতরণ ও সেবা গ্রহিতাদের কাছ হতে সেবা সম্পর্কে সাক্ষর গ্রহণের উদ্যেগ নিয়েছে অফিস কর্তৃপক্ষ বলে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজোর আসাদুজ্জামান জানান,বেনাপোল অফিস সম্পূর্ণ দালাল মুক্ত ও গ্রাহক বান্ধব অফিস। দুটি পত্রিকায় বেনাপোল সাব-জোনাল অফিস নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। আমরা ইতিমধ্যে পত্রিকার সম্পাদককে প্রতিবাদলিপি প্রদান করেছি। গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে এলাকায় মাইকিং শুরু করেছি। লিফলেট বিতরণ ও গ্রাহক মোটিভেশন সভা করার মত উদ্যেগ গ্রহণ করেছি।

প্রকাশিত খবরের সত্যতা যাচায়ে সরেজমিনে এলাকায় ব্যাপক খোঁজ খবর নিলে পল্লী বিদ্যুৎ এর বেনাপোল সাব-জোনাল অফিসে দালালের আধিপত্যের সত্যতা পাওয়া যায়। অফিস কর্মকর্তাদের ছত্র ছায়ায় ৭/ ৮জন নামডাকী দালাল চক্র নতুন লাইন সংযোগে ঘুস বানিজ্যের মহাযজ্ঞ চালাচ্ছে।

বুধবার ( ২ আগস্ট ) সকালে বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের বেনাপোল সাব-জোনাল অফিসে সেবা নিতে আসা গ্রাহক ইমানুর জানান,হয়রানী এড়াতে দালাল লুৎফরের সাথে যোগাযোগ করে ২ দফায় ৩২শো টাকা দিয়ে গত ১লা জুন নতুন সংযোগ পেতে অনলাইনে ( ট্রাকিং-০১০১১২৩০০৭৯৭) আবেদন করি। অধ্যবধী সংযোগ না পাওয়ায় আজ নিজেই বিদ্যুৎ অফিসে গিয়ে কর্মকর্তাকে বিস্তারিত খুলে বলি। তিনি আমার আবেদন সংক্রান্ত কাজ এপ্রোভাল করে ভবিষ্যতে দালাল না ধরে অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।

অভিযুক্ত দালাল লুৎফরের সাথে মুঠোফোনে কথা বললে অভিযোগকারী ইমানুরের সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেন এবং তিনি আগে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তাদের দালালী করতেন এখন আর করেন না বলে জানান।

অপর ভূক্তভোগী মেহেদী মাসুদ জানান, গত ২৪ ফেব্রুয়ারী ২৩ সালে তিনি নতুন সংযোগ প্রাপ্তিরজন্য অনলাইনে ( ট্রাকিং নং- ০১০১১২৩০০৩৩১) আবেদন করেন। ওয়্যারিং সঠিক নহে উল্লেখ্য করিয়া তার আবেদন বাতিল করা হয়। অথচ একই বাড়িতে তার পিতার নামে মিটার রয়েছে। কেবলই বেনাপোল সাব-জোনাল অফিসের কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও দালাল না ধরায় তার আবেদন বাতিল হয়েছে বলে আক্ষেপ করেন।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বরত জেনারেল ম্যানেজার ( জিএম )আবুবকর শিবলী বলেন কোন গ্রাহক এখনো পর্যন্ত অভিযোগ করেনী। যেকোন কর্মকর্তা অবৈধ্য লেনদেনে জড়িত থাকলে উপযুক্ত প্রমানে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।বেনাপোল অফিস সংক্রান্ত প্রকাশিত খবরটি অবগত আছেন জানিয়ে বেনাপোল অফিস প্রধানকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে আরো জানান।

নাম প্রকাশ না করার শর্তে বেনাপোল সাব-জোনাল অফিসের নিয়োজিত এক দালাল জানান,টাকা ছাড়া কোন কর্মকর্তা ফাইলে সই করেনা।ওয়্যারিং রিপোর্ট পাশে ৫শ,আবেদন মঞ্জুরে ৬শো, বাসায় লাইন সংযোগ করাতে ৩শো এমনি ধাপে কর্মকর্তারা টাকা পেলে ৪/৫ দিনে নতুন সংযোগ পান আবেদনকারী।আমরা গ্রাহকদের কাছ হতে যে টাকা নিই তার সিংহভাগ পাই পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তারা।

উল্লেখ্য বেনাপোল সাব-জোনাল অফিস চালু হওয়ার পরপরই দালাল চক্র সক্রিয় হওয়ায় জিম্মিদশা তৈরীসহ গ্রাহক হয়রানী বেড়ে যায়। তবে কি অফিসটির কর্মকর্তাদের দূর্নীতির লাগাম টানতেই দালালমুক্ত সেবা গ্রহণে মাইকিং করে প্রচারণা এমন প্রশ্ন জনমনে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত