এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ। ৩০শে আগস্ট শুক্রবার সন্ধ্যা সাত টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে ঘটনাটি ঘটে।
রমজাননগর গ্রামের ফজলু গাজীর পুত্র সাদ্দাম হোসেন ( ৩০ ) তার নিজের স্ত্রী দুই সন্তানের জননী মারুফা খাতুন (২৫)কে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও জানাযায় সাদ্দাম তার স্ত্রীকে প্রায় সময় মারধর করতো। সাদ্দাম পেশায় একজন রিকশা চালক। সাদ্দাম-মারুফা দম্পতির সংসারে ৮ মাস বয়সী শিশু কন্যা ও ৬ বছর বয়সী এক পুত্র রয়েছে। স্থানীয়রা জানায় শুক্রবার বিকালে পারিবারিক বিষয় নিয়ে বাদানুবাদের জেরে সাদ্দাম মারুফাকে মারধর করে। বিষয়টি মারুফা তার পিতাকে মুটোফোনে জানানোর কারণে রাগান্বিত হয়ে সাদ্দাম সন্ধ্যায় দ্বিতীয়বার মারপিট করে ঐ গৃহবধুকে।
একপর্যায়ে মারুফার মৃত্যু হলে বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে সাদ্দাম পালিয়ে যায়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ মেম্বর ও গ্রাম পুলিশের সহযোগিতায় নিয়ে রাত ১১ টার সময় লাশ উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাকির হোসেন বলেন, লাশের গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে।মারুফার পিতা বছির গাজী জানায় সাদ্দাম তার মেয়েকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। বিয়ের পর থেকে আমার মেয়েকে তার স্বামী প্রায়ই শাররীক নির্যাতন করতো। মাদকাসক্ত হওয়ার পাশাপাশি এলাকার চুরি ছিনতাইয়ের মত গুরুতর অভিযোগ রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
এবিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও সাদ্দামের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তার মা মাসুরা বেগম বলেন ছাগল নিয়ে আসার জন্য তিনি বাড়ির বাইরে ছিলেন। সেসময় তার ছেলে ও বউমা ঘরে ছিল। তার ছেলে প্রায়ই স্ত্রীকে মারপিট করতেন বলেও তিনি নিশ্চিত করেন।
শ্যামনগর থানার ওসি ( তদন্ত ) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা দায়ের হবে। পলাতক সাদ্দামকে আটকের চেষ্টা চলছে।