যশোর আজ বুধবার , ১২ জুন ২০২৪ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শ্যামনগরে সুস্থায়ী কৃষি আমাদের উন্নয়নের ভবিষ্যৎ সংক্রান্ত ডায়ালগ অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
জুন ১২, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
শ্যামনগরে সুস্থায়ী কৃষি আমাদের উন্নয়নের ভবিষ্যৎ সংক্রান্ত ডায়ালগ অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশ ( রিইব ) আয়োজিত ” সুস্থায়ী কৃষিঃ আমাদের উন্নয়নের ভবিষ্যৎ” সংক্রান্ত ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১২জুন ) সকাল ১১টায় উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিবুল আলমের সভাপতিত্বে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, প্রধান শিক্ষক নুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রিইব এর ডকুমেন্টশন এন্ড ট্রেনিং অফিসার নাভিদ আনজুম হাসান।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম রঞ্জন সাহা, চ্যানেল আই কৃষি পদক প্রাপ্ত কৃষক সিরাজুল ইসলাম, পুরস্কার প্রাপ্ত কৃষিবিদ অল্পনা রানী, রিইবের গবেষণা সহকারী চৈতন্য দাস,এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন রিইবের পরিচালক সুরাইয়া বেগম, তিনি তার বক্তব্যে সুস্থায়ী কৃষির গুরুত্ব এবং এর মাধ্যমে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায় তা তুলে ধরেন।

এছাড়া বক্তারা তাদের বক্তব্যে সুস্থায়ী কৃষি প্রযুক্তি ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং কৃষকদের জন্য নানাবিধ পরামর্শ প্রদান করেন । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল