যশোর আজ শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৫, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: শ্যামনগর টু কালিগঞ্জ হাই রোডের শ্যামনগর পৌরসভার খানপুর ইসলামী মিশন জামে মসজিদের সামনে শুক্রবার ২৫ অক্টোবর সকাল ১১ টায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এঘটনায় সড়ক দুর্ঘটনায় স্থানে মোটরসাইকেল চালক কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোঃ বদরুজ্জামান( ৭০) নিহত হয়েছে। অপর মোটরসাইকেল চালক মৌতলা ইউনিয়নের ঝুরখামার গ্রামের নুরুল আলমের ছেলে মীর জুবায়ের( ৩৫) আহত।

ঘটনাস্থান থেকে জানা যায়, শুক্রবার সকালে শ্যামনগর থেকে আশা একটি মোটরসাইকেল ও মৌতালা থেকে শ্যামনগর যাওয়ার মোটরসাইকেল খানপুর ইসলামী মিশনের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে সাথে মিশন জামে মসজিদের কাজের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান।

হাসপাতালের ইমারজেন্সিতে কর্মরত ডাক্তার বদরুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।

নিহত বদরুজ্জামানে জামাই শরিফুল ইসলাম জানান, আমার মৎস ঘেরটি আমার শ্বশুর দেখাশোনা করে। প্রতিদিনের ন্যায় আমার বাদঘাটার বাসা থেকে খাওয়া দাওয়া করে নিজ বাড়িতে যাওয়ার জন্য নিজস্ব মোটরসাইকেল যোগে শুক্রবার সকালে রওনা দেয়। প্রতি মধ্যে খানপুর ইসলামী মিশনের সামনে পৌঁছালে অপরদিপ থেকে একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে আমার শ্বশুর মারা যান।

এবিষয়ে শ্যামনগর থানার ( ভারপ্রাপ্ত ) ওসি ফকির তাইজুল ইসলাম মটরসাইকেল দুর্ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন,আমি শোনা মাত্র হাসপাতালে ও দুর্ঘটনা স্থানে যায়। স্থানীয়দের মুখ থেকে শুনি সড়ক দুর্ঘটনার কথা,ঘটনাস্থলে বদরুজ্জামান নামক চালক নিহত হয়েছে।

আহত চালককে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোন পক্ষ থেকে কোন অভিযোগ করিনি যদি কেউ অভিযোগ করে তখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া।

সর্বশেষ - সারাদেশ