এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি ::শ্যামনগরে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
বুধবার ১৪ ই মে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন( বিএসটিআই )আইন,২০১৮ এর ২৭ ধারাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিএসটিআই খুলনা অঞ্চলের পরিদর্শক আলি হোসেন ও শ্যামনগর থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে শ্যামনগরে সে প্রতিষ্টান গুলো জরিমানা করেছে সেগুলো আল্লাহ দান চাউল ঘর ওজনে কম দেওয়ায়।৫ হাজার টাকা জরিমানা।তারাপদ বানিজ্যালয় ডিজেল,কেরোসিন ওজনে কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা।
বিসমিল্লাহ ট্রেডার্স উপজেলার গোডাউন মোড় রড ওজনে কম দেওয়ায় ১০ হাজার টাকা।সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে ৫ হাজার টাকা জরিমানা। অরিজিনাল সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে ১০ হাজার টাকা জরিমানা।