
এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগরের কাশিমাড়ীতে কয়েকটি পরিবারের বসতঘর ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় অবশেষে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
সাতক্ষীরার বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুন্যাল আদালতে মামলা নং ৪৭/২৫, বিজ্ঞ আদালতের নির্দেশে শ্যামনগর থানায় মামলা নং ৩০। মামলাটি দায়ের করেন কাশিমাড়ী গ্রামের আঃ গফুর সরদারের পুত্র দাউদ আলী সরদার।
তিনি লিখিত অভিযোগে জানান, বিগত ১২ আগষ্ট তার ও তাদের পরিবারের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা করা হয়।একই এলাকার হাবিবুল্লাহ সরদার, শওকাত হোসেন, মোহাম্মাদ আলী,শফিউল্লাহ,আবুল মোল্লাসহ নামধারী ১৫ জন এবং অজ্ঞাত ১৫/২০ জন হামলা করার অভিযোগ করা হয়। হামলায় প্রতিপক্ষদের মারপিট করে রক্তাক্ত জখম, কয়েকটি বসত ঘর ভাঙচুর করে আলমারী, খাটসহ মালামাল লুটপাট, অগ্নিসংযোগ ও ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতি হয় প্রায় ১২ লক্ষ টাকা, স্বর্ণের অলঙ্কার ও নগদ টাকা সহ ৪ লক্ষ ২০ হাজার টাকার লুটপাটের অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে দ্রুত বিচার আইন ২০০২( সংশোধনী ২০২৪) এর ৪/৫ ধারামতে অপরাধের মামলা হয়।
স্থানীয়রা জানান, মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা তুহিন বাওয়ালী জানান, আসামীদের আটক করতে চেষ্টা অব্যহত রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান,মামলার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে যথাযথ পদক্ষেপ অব্যহত রয়েছে।