
এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে কলবাড়ি আশ্রায়ন প্রকল্পের কামরুল সরদারে একমাত্র ছেলে মারুফ হোসেন (২০)নামের যুবকের পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যু হয়েছে।
শনিবার( ২৩ আগস্ট )আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে, কলবাড়ি আশ্রায়ন প্রকল্প সংলগ্ন বরসা রিসোর্ট পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা কামরুল সরদারে একমাত্র ছেলে মারুফ হোসেন প্রতিদিনের নেই বরসা রিসোর্টের পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ঘাটের নিচে কোনো কিছুর সাথে পা জড়িয়ে যায় বলে ধারণা করা হচ্ছে,ফলে মারুফ পানির নিচে আটকে পড়ে মারা যান।
খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করার চেষ্টা চালায়,তবে তাকে মৃত অবস্থায় পানির নিচ থেকে তোলা হয়। মারুফ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।