সর্বশেষ খবরঃ

শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ

শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ
শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ

এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: জীবাশ্ম জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা থেকে বেরিয়ে এসে সবুজ জ্বালানি ও প্রকৃতি নির্ভর টেকসই কৃষি গড়ে তোলার আহ্বানে সাতক্ষীরার শ্যামনগরে “জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা পাল্টাও,সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোল” শীর্ষক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২২ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, যুব, কৃষক-কৃষাণী, শিক্ষক, গ্রিণ কোয়ালিশন ও পরিবেশকর্মীসহ শতাধিক অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।বেসরকারি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম (এসএসটি) এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফাইট ইনাকোয়িলিটি এ্যালায়েন্স-এর সহযোগিতায় এটি স্থানীয়ভাবে বাস্তবায়িত হয়।

বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার।

তিনি বলেন, “বর্তমান খাদ্যব্যবস্থা জীবাশ্ম জ্বালানিনির্ভর হয়ে পড়েছে, যা কৃষির ভারসাম্য নষ্ট করছে ও জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এখনই সময় সবুজ জ্বালানি নির্ভর খাদ্য উৎপাদনের দিকে রূপান্তর ঘটানোর।গ্রিণ কোয়ালিশন এর ডাঃ যোগেশ মন্ডল বলেন, একটি ন্যায্য ও পরিবেশবান্ধব খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে স্থানীয় জ্ঞান,সূর্যের শক্তি, বাতাস ও মাটির সম্পদকে কাজে লাগাতে হবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে মাঠে ইংরেজি অক্ষরে “আমরা ৯৯” আকৃতি তৈরি করে দাঁড়ান, যা বৈশ্বিক বার্তা “৯৯%”-এর সঙ্গে সংহতি প্রকাশ করে বৈষম্যের বিরুদ্ধে সবার অবস্থান এবং ৯৯% এর শক্তির প্রতিনিধিত্ব করে।

অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে বার্তা তুলে ধরেন ও “তেল দিয়ে নয়, সূর্য দিয়ে খাদ্য উৎপাদন করুন”, “খাদ্য সার্বভৌমত্ব, জীবাশ্ম নির্ভরতা নয়””, “খাদ্য ব্যবস্থা বদলাও, পৃথিবী বাঁচাও”— এসব স্লোগানে মুখরিত করে তোলে  বিদ্যালয় প্রাঙ্গণ।

সমাবেশে অংশগ্রহণকারীরা খাদ্য ও শক্তি ব্যবহারের উপর বর্তমান সমস্যা এবং পরিবেশবান্ধব সমতাভিত্তিক খাদ্য ব্যবস্থার বিকল্প সমাধান নিয়ে আলোকপাত করেন।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এই আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে জলবায়ু ও খাদ্য ন্যায্যতা বিষয়ে নতুন চিন্তার জন্ম দিয়েছে।বারসিক এর ক্যাম্পেইন ও নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী বলেন, “আমরা চাই এমন একটি খাদ্যব্যবস্থা গড়ে উঠুক যা প্রকৃতিনির্ভর, সবুজ জ্বালানি নির্ভর এবং ন্যায্য।

জীবাশ্ম জ্বালানি থেকে মুক্ত টেকসই কৃষিই হবে ভবিষ্যতের পথ। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য উৎপাদন বন্ধ করা এবং নেতিবাচক প্রভাব বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া,সবুজ জ্বালানি ও টেকসই কৃষি পদ্ধতির বিকল্প ব্যবস্থা চালু করা, ক্ষুদ্র ও স্থানীয় কৃষকদের ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তায় কার্যকর উদ্যোগ গ্রহণ,পরিবেশবান্ধব নীতি ও সমতা ভিত্তিক খাদ্য ব্যবস্থার প্রচার ও উদ্যোগ গ্রহণ, জীবাশ্ম জ্বালানি ভর্তুকি কমানো ও সবুজ জ্বালানি ও টেকসই পদ্ধতির নীতি গ্রহণ করা সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনগণের ন্যায্যতা ও অধিকার প্রতিষ্ঠা করে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে কাজ করার দাবী জানান।

আরো খবর

দুমকীর সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা
দুমকীর সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা
শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ
শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ
শার্শায় সন্ত্রাসী হামলা চলানো কালে দুই সন্ত্রাসী আটক
শার্শায় সন্ত্রাসী হামলা চলানো কালে দুই সন্ত্রাসী আটক
মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ কান্ডে দুই যুবক গ্রেপ্তার
মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ কান্ডে দুই যুবক গ্রেপ্তার
কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তিন মামলায় ১৫সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ