এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সমগ্র বাংলাদেশের ন্যায় সাতক্ষীরার শ্যামনগরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ শে অক্টোবর ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার আটুলিয়া ইউনিয়নের এ কাদের স্কুল এন্ড কলেজে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ।
আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, এমটিইপিআই শেখ মেফতাউল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আরিফ বিল্যাহ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কুদরত এলাহী সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র,ছাত্রী,সম্মানিত শিক্ষকবৃন্দ,টিকাদানকর্মী,স্বেচ্ছাসেবক ও অন্যান্য অতিথিবৃন্দ।