যশোর আজ মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শার্শা সীমান্তে বিজিবির হাতে আওয়ামীলীগ নেতা কিরন আটক

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ১৯, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ
শার্শা সীমান্তে বিজিবির হাতে আওয়ামীলীগ নেতা কিরন আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে পালানোর সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার ( ১৮ নভেম্বর )গভীর রাতে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শিকারপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১ টার পর মীকারপুর সীমান্তে বাংলাদেশের অভ্যান্তরে বেতনা নামক স্থান হতে অবৈধ্যভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় গাজীপুর মহানগরীর আওয়ামীলীগের সহ সভাপতি ও ৪৩ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার এবং সাবেক প্যানেল মেয়র আসাদুজ্জামান খান কিরনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কিরন জানান,উপজেলার লক্ষনপুর গ্রামের স্থানীয় মানবপাচারকারী নুর নবীর মাধ্যমে ১ লাখ টাকা চুক্তিতে ভারতে যাওয়ার জন্য সে শার্শা সীমান্তে আসে। তার বিরুদ্ধে গাজীপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে আরো জানান।

আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ